Image description

নেত্রকোনার বারহাট্টায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে  প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্মা দত্ত, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিনসহ প্রমুখ অন্যান্য কর্মকর্তারা ।

এবছর মেলায় ১৫ টি স্টল দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।

বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম খাত কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই। 

সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।