
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে মোট ২৫ হাজার ৮৭১ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কিছু নতুন সৃষ্ট পদ এবং কিছু শূন্যপদ পূরণ করা হয়েছে।
পুলিশে উপ-পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে, আনসার এবং বিজিবিতেও কনস্টেবল পদে নতুন জনবল যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এই নিয়োগের উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুরক্ষিত রাখা।
Comments