
বগুড়া পৌরসভার ছোটকুমিড়া ঝোপগাড়ি এলাকার একটি খালে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পুলিশ জানিয়েছে গ্রেনেডগুলো পুরাতন এবং আতঙ্কের কোনো কারণ নেই।
স্থানীয় বাসিন্দা মানিক নামে এক যুবক দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে বারখি খালে মাছ ধরতে গিয়ে পানি নিষ্কাশনের সময় দুই দফায় চারটি গ্রেনেড উদ্ধার করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তী অভিযানে খাল থেকে আরও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির জানান, গ্রেনেডগুলো অনেক পুরাতন এবং সম্ভবত স্বাধীনতা যুদ্ধ বা বিডিআর বিদ্রোহের সময় খালে ফেলে রাখা হয়েছিল। উদ্ধারের পর গ্রেনেডগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। সেনাবাহিনী আশপাশের এলাকা ঘিরে রেখেছে এবং বোম ডিসপোজাল ইউনিট পরবর্তী পদক্ষেপ নেবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিলেও অনেকে মনে করছেন, এই উদ্ধারের ফলে বড় ধরনের বিপদ এড়ানো গেছে।
Comments