Image description

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসা ও আশিরপাড় উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে পথসভা করেছেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিয়া আজিম দোলা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সামিয়া আজিম দোলা নির্বাচনী বক্তব্য দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও উপজেলা-ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। একইভাবে বিকেল ৩টার দিকে আশিরপাড় উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে স্বাগত জানান এবং তার নামে স্লোগান দেন। এসব ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

জানা যায়, সামিয়া আজিম দোলা, প্রয়াত সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা, রোববার নির্বাচনী গণসংযোগ ও পথসভার আয়োজন করেন। হাজীপুরা মাদ্রাসার সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে শিক্ষার্থী ও বিএনপি কর্মী-সমর্থকরা এই সমাবেশে অংশ নেন। তবে মাদ্রাসার সুপার দাবি করেন, এটি কোনো দলীয় আয়োজন নয়, বরং একটি সমাপনী অনুষ্ঠান ছিল, যেখানে সামিয়া সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন।

সামিয়া আজিম দোলার এপিএস শাহাদাত হোসেন বলেন, “মাদ্রাসা ও স্কুলে কোনো পথসভা আয়োজন করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেছেন।”

এ ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, “বিষয়টি যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।”