
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব কাজিরপাড়ায় দীর্ঘদিনের জুয়ার আড্ডা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, পূর্ব কাজিরপাড়ায় নুরুল আমিনের দোকানের পাশে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসতো, যা স্থানীয়দের মাঝে কুখ্যাত ছিল। এই আড্ডা পরিবেশ নষ্ট করার পাশাপাশি বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। অভিযানের মাধ্যমে এই আসর ভেঙে দেয়ায় স্থানীয় সচেতন মহল উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা করেছেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
স্থানীয় বাসিন্দারা জুয়া ও মাদক প্রতিরোধে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অভিযানে আনসার সদস্য ও স্থানীয়রা খোন্দকার মাহমুদুল হাসানকে সহযোগিতা করেন।
Comments