গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তির নাম আশিক চৌধুরী (৩২), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক বড়বাড়ি থেকে অটোরিকশায় বোর্ড বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। গাছা সড়কের মাথায় পৌঁছালে অটোরিকশায় যাত্রীবেশে থাকা চার ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ছিনতাইকারীরা এক লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
আশিককে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশিক বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় ইনসেপ্টা কোম্পানির এরিয়া ম্যানেজার উজ্জ্বল চন্দ্র দাস বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
Comments