কেশবপুরে বিএনপির নারী সমাবেশ
ফ্যাসিবাদের উত্থানে সতর্ক থাকার আহ্বান

কেশবপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা চাড়া দিচ্ছে। দেশের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা গণতন্ত্রকামীদের জন্য সংকেত। রোববার (১৭ আগস্ট) বিকেলে কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৌর এলাকার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।
আজাদ বলেন, গত ১৫ বছরে গুম, খুন ও লুণ্ঠনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই আন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তবে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দলটি সক্রিয় ছিল। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে থাকলেও বিএনপি সরকার গঠন করলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। ইউনিয়নের শতাধিক নারীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments