
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় জাতি আশ্বস্ত হয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ফিরছে। তিনি মনে করেন, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাচ্ছে।
শনিবার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসররা ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামী দিনে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র রুখে দেবে।” তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
তিনি প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন, সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত ও সাধুবাদ জানাই।”
Comments