Image description

দুই সপ্তাহের ইনজুরি থেকে ফিরে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি, যার বদৌলতে এমএলএস ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেসি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।

ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গ্যালাক্সির হয়ে গোল করে সমতায় ফেরান জোসেফ পেইনসিল।

এরপরই শুরু হয় মেসির জাদু। বদলি হিসেবে মাঠে নেমে ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি, যা এমএলএসে তার ১৯তম গোল। খেলার একদম শেষ দিকে, ৮৯ মিনিটে মেসি তার সতীর্থ লুইস সুয়ারেজকে একটি অসাধারণ ব্যাকহিল পাস দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে সুয়ারেজ গোল করলে মায়ামি ৩-১ গোলের জয় নিশ্চিত করে।

এই জয়ের পর ইন্টার মায়ামি ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।