Image description

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে সরকারি সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।

ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুক পোস্টে জানিয়েছেন, কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় ফারুকী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত বলেছেন এবং তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, শনিবার সন্ধ্যায় হোটেলে থাকার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ফারুকী উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অবস্থা গুরুতর না হলেও, সতর্কতার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার রোববার দু'দিনব্যাপী একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল।