Image description

শ্রেণিকক্ষে পাঠদানকালে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দনা রাণী ঘোষকে শোকজ করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলেছেন উপজেলা শিক্ষা অফিস। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা শিক্ষা অফিস থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় কৈফিয়ত তলব করে পত্র দিয়েছেন উপজেলা শিক্ষা অফিস এবং ওই পত্রটি গ্রহণও করেছেন অভিযুক্ত ওই শিক্ষক চন্দনা রাণী ঘোষ। 

শিক্ষা অফিস ও পত্রের মাধ্যমে  জানা গেছে, ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির পাঠদানকালে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বিরূপ মন্তব্য করেন শিক্ষক চন্দনা রানী ঘোষ। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক প্রচার হয়। বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুই (মুসলিম ও হিন্দু) শিক্ষার্থী আব্দল্লাহ এবং দেবাশীষ এর মধ্যেকার ঝগড়া মিটাতে গিয়ে আব্দুল্লাহকে মুসলমান ধর্ম নিয়ে এবং নবী করীম (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিক্ষক চন্দনা রাণী ঘোষ। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। তাই তার এহেন কর্মকান্ডের কারনে ৩ কর্ম দিবসের মধ্যে উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেন।

উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, চন্দনা রাণী ঘোষের বিরুদ্ধে ধর্ম অবমাননা মুলক মন্তব্য করার দায়ে শোকজ করা হয়েছে এবং আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার জন্য পত্র দেয়া হয়েছে।