Image description

বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি সৌদি প্রো লিগ থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। লেভার এজেন্ট পিনি জাহাবি দাবি করেছেন যে, লেভানডোভস্কি বার্সেলোনাতেই থাকতে চান এবং ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান।

জাহাবি বলেন, লেভা বার্সায় স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটিকে খেলার জন্য বিশ্বের সেরা ক্লাব মনে করেন। এ কারণেই সৌদি লিগ থেকে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব এলেও তিনি সাড়া দেননি।

চলতি দলবদল মৌসুমে সৌদি প্রো লিগ বেশ কিছু বড় ফুটবলারকে দলে ভিড়িয়েছে, যার মধ্যে তরুণ খেলোয়াড় জোয়াও ফেলিক্স ও ডারউইন নুনিয়েন এবং বায়ার্নের ফরোয়ার্ড কিংসলে কোম্যান অন্যতম। বার্সা থেকে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজও সৌদি লিগে যোগ দিয়েছেন।

বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, লেভার এই প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে বার্সা কিছুটা বেকায়দায় পড়েছে। ৩৬ বছর বয়সী এবং ইনজুরিপ্রবণ এই স্ট্রাইকারের পরিবর্তে নতুন কাউকে কেনার পরিকল্পনা ছিল বার্সার। কিন্তু লেভা ক্লাব ছাড়তে রাজি না হওয়ায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শুধু লেভা নন, জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান ও ডেনিশ ডিফেন্ডার আন্দ্রে ক্রিস্টেনসেনও ক্লাব ছাড়তে রাজি হননি। ফলে, নতুন খেলোয়াড়দের নিবন্ধনে বার্সাকে ঝামেলা পোহাতে হয়েছে।