
ডিজিটাল প্রযুক্তির উত্থানে একসময়ের ফটোগ্রাফি জায়ান্ট ইস্টার্ন কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে বা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে—এমন খবর জোরালোভাবে অস্বীকার করেছে কোম্পানিটি। সম্প্রতি কোডাকের আর্থিক সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কোম্পানিটি দ্রুত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তাদের কার্যক্রম বন্ধ করা বা দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করার কোনো পরিকল্পনা নেই বরং তারা তাদের ঋণ পরিশোধের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে যা আগামী বছরের শুরুতেই কোম্পানিটির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করবে।
কোডাকের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ১২ মাসের মধ্যে তাদের ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত তারল্য নেই। এই মন্তব্যের প্রেক্ষিতেই দেউলিয়া হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে কোডাক দাবি করেছে, তারা সময়সীমার মধ্যে ঋণ "পরিশোধ, প্রসারিত বা পুনঃঅর্থায়ন" করবে।
কোম্পানিটি তাদের আর্থিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে তাদের পেনশন পরিকল্পনা সমাপ্তি থেকে প্রাপ্ত ৩০০ মিলিয়ন ডলার নগদ অর্থ তাদের ৪৭৭ মিলিয়ন ডলারের মেয়াদি ঋণের একটি বড় অংশ পরিশোধে ব্যবহার করা হবে। এরপর তারা অবশিষ্ট ১৭৭ মিলিয়ন ডলার ঋণ এবং আরও ১০০ মিলিয়ন ডলারের শেয়ারের বিষয়গুলো সমাধান করবে।
উল্লেখ্য ১৩৩ বছরের পুরোনো এই কোম্পানিটি ডিজিটাল প্রযুক্তির উত্থানের কারণে ফিল্মের বিক্রি কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। ২০১২ সালে কোডাক একবার দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ প্রজন্ম (Gen Z) নস্টালজিয়ার কারণে কমপ্যাক্ট ক্যামেরা এবং সাধারণ ফোনের মতো পুরোনো প্রযুক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে যা কোডাকের জন্য কিছুটা নতুন সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে কোডাকের এই ইতিবাচক পরিকল্পনা আর্থিক বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে।
Comments