
মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এই ঘটনা ঘটে।
তবে খিচুড়ি জব্দের আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে।”
অপরদিকে, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বলেছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করেছেন এবং রান্না করা খাবার তাদের হেফাজতে রয়েছে।
Comments