তিন লক্ষাধিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রায় তিন লক্ষাধিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিগত কয়েক বছরের তুলনায় বর্তমানে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ইতোমধ্যে হাওর তীরবর্তী গ্রামগুলোর দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন জঠিল ও কঠিন রোগের নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। যক্ষা, কুষ্ঠ রোগসহ অন্যান্য রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, হাওরাঞ্চলের গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহিরপুরসহ উপজেলার ১ টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ২১ টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান আছে। স্বাস্থ্য ব্যবস্থাপনায় সকল রিপোর্ট প্রদানে তথ্য প্রযুক্তির প্রবর্তন করা ও যথাসমেয়ে রিপোর্ট করা নিশ্চিত হয়েছে। পুষ্টি বিষয়ক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জ জেলায় প্রথম স্থানে এগিয়ে রয়েছে সেই সাথে ২০২২ সালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
এছাড়াও বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিক্যাল টিম গঠনসহ তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যাবস্থা রয়েছে। এছাড়াও বিগত দিনে বন্যা উপদ্রুত এলাকায় খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের মাধ্যমে ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগের মোকাবেলা সম্ভব হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা ডায়াগনষ্টিক সুবিধা (এনালাইজার স্থাপন), এক্সরে সুবিধা, আল্ট্রাসনোগ্রাম সুবিধা, ইমার্জেন্সী কক্ষের পাশে আলাদা রিকভারী ও এইচডিইউ রুম, বাচ্চাদের জন্য আইএমসিআই কর্ণার, অপুষ্টি বাচ্চাদের জন্য স্যাম কর্ণার, অপরিণত ও কম ওজনের নবজাতকের জন্য কেএমসি কর্ণার, একটি ইনকুবেটর, ২ টি ফটোথেরাপি মেশিন ও ডায়রিয়া কর্ণার সহ আলাদা শিশু কর্ণার, আলাদা মেটারনিটি ওয়েটিং হোম ও আলাদা মেটারনিটি ব্লক, ওয়ান স্টপ সার্ভিসের ভিত্তিতে এএনসি-পিএনসি কর্ণার, মায়েদের পুষ্টি সচেতনতার জন্য কাউন্সিলিং ও ব্রেস্ট ফিডিং কর্ণার, স্বয়ংসম্পূর্ণ ৬টি অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত, অসংক্রমন রোগ শনাক্ত ও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের জন্য এনসিডি কর্ণার, যক্ষা- কুষ্ঠ কার্যক্রমের আওতায় টিবি-লেপ্রসি কর্ণার (জিন-এক্সপার্ট মেশিন স্থাপন), হয়েছে।
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২১ টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে অত্যধুনিক সামগ্রী প্রদানপূর্বক (অক্সিজেন সিলিন্ডার, পাল্স-অক্সিমিটার) মাঠ পর্যায়ে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে ।
সার্বক্ষণিক জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা। মুক্তিযোদ্ধা/জুলাইযোদ্ধা কেবিন স্থাপন, অত্যাধুনকি অডিও ভিজুউয়াল সমৃদ্ধ সেমিনার/মাল্টিপারপাস হলরুম স্থাপন, সমাজসেবা কক্ষের স্থাপন (কার্যক্রমের আওতায় ৫০ জন হতদরিদ্র রোগীকে চিকিৎসা সামগ্রী ও ২০ জন গর্ভবতীকে শুভেচ্ছা সামগ্রী দেয়া হয়), কমিউনিটি ক্লিনিক কর্ণার স্থাপন (অডিও ভিজুউয়াল প্রযুক্তিতে মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা), অত্যাধুনিক স্টোর ও বর্জ্য ব্যবস্থাপনায় পিট স্থাপন করা হয়েছে, সম্পূর্ণ হাসপাতাল/আবাসিক এলাকা সিসি ক্যামেরা, সার্বিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। চক্ষু বিভাগ, এডোলোসেন্ট কর্ণার স্থাপন করাসহ জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
টাঙ্গুয়ার হাওর তীরবর্তী গ্রামের নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রীর জরুরি প্রসব ব্যাথা উঠলে নৌকাযোগে তাহিরপুর হাসপাতালে যাই। সেখানে ডাক্তারদের সহযোগিতায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে।
শনি হাওর তীরবর্তী নোয়াগাঁও গ্রামের সুভাষ সরকার বলেন, আমরা হাওর পাড়ের মানুষ, আমাদের যে কোনো অসুখ-বিসুখ হলে তাহিরপুর হাসপাতালে যাই এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাই।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মির্জা রিয়াদ হাসান বলেন, বিগত কয়েকবছরের তুলনায় বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবায় অনেক এগিয়ে রয়েছে। হাওরবাসীর চিকিৎসা সেবায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।
Comments