
মায়ানমারের সামরিক জান্তা ও অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলার সময় মান্দালয়ের কাছে একটি বেসামরিক গাড়ির বহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার এএফপি দুই স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মধ্যাঞ্চলীয় সাগাইং এলাকায় সংঘর্ষের কারণে বেশ কিছু ট্রাক আটকে পড়েছিল। সেই ট্রাকগুলোর ওপরই বিমান হামলা চালানো হয়। মান্দালয় থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরের তাউং ইয়িন গ্রামের কাছে এই হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে একজন অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিলেন।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারের সামরিক সরকার গৃহযুদ্ধে বিমানবাহিনীর ব্যবহার বাড়িয়েছে। এর ফলে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা নিয়মিত ঘটছে। জান্তা সরকারের কোনো মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি বলে এএফপি জানিয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, "মৃতদেহ শনাক্ত করতেও সমস্যা হচ্ছে। কিছু দেহ টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেছে।" সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রাকগুলো আগুনে জ্বলছে এবং স্থানীয়রা মরদেহ সরিয়ে নিচ্ছেন।
সামরিক সরকার আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু গণতন্ত্রপন্থী গেরিলা গোষ্ঠী এবং অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে সামরিক শাসন বৈধ করার একটি কৌশল হিসেবে দেখছেন।
আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, হামলা হওয়া ট্রাকগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় জ্বালানি সরবরাহ করছিল। তিনি মনে করেন, বিদ্রোহী অঞ্চলে সরবরাহ ব্যাহত করতেই সেনারা এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, "সামরিক বাহিনীর অভিযানের কারণে রাস্তা অবরুদ্ধ ছিল। দুই ঘণ্টা ধরে এই বিমান হামলা চলে।"
Comments