সীতাকুণ্ডে সাগরে ভাসমান বার্জে ডাকাতি, নিরাপত্তাকর্মীদের বেঁধে ৬ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভাসমান একটি বার্জে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (১৩ আগস্ট) ভোররাতে কেআর শিপ রিসাইক্লিংয়ের মালিকানাধীন বার্জে অস্ত্রধারী ডাকাতরা হানা দিয়ে নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
ইয়ার্ড সূত্রে জানা যায়, ভোররাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল সীতাকুণ্ডের সাগর উপকূলে কেআর শিপ রিসাইক্লিংয়ের ইয়ার্ড থেকে ৪০০-৫০০ ফুট দূরে ভাসমান বার্জে হানা দেয়। বার্জে থাকা সাতজন নিরাপত্তাকর্মী বাধা দেওয়ার চেষ্টা করলেও ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে জাহাজের কাটা টুকরোসহ আনুমানিক ৬ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক মো. তসলিম উদ্দিন বলেন, “জাহাজের সঙ্গে লাগানো বার্জে মূল্যবান মালামাল পাহারায় ছিলেন সাতজন নিরাপত্তাকর্মী। ডাকাত দলের সংখ্যা বেশি হওয়ায় প্রতিরোধ সম্ভব হয়নি। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়।”
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ডাকাতির ঘটনার বিষয়টি জানা গেছে। মালিকপক্ষ মামলা করলে তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।”
Comments