
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে। বুধবার মধ্যরাত ১টায় ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ডুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের(https://drive.google.com/drive/folders/1O3qoiGb3fGTkQLAiAfCjernGPQA4yJ-h) মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
ভর্তি পরীক্ষাটি গত ১০ আগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেই হিসাবে, প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিভাগভিত্তিক আসন সংখ্যা
১২০টি আসন (প্রতিটি বিভাগে): সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
৩০টি আসন (প্রতিটি বিভাগে): আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।
Comments