কালিয়াকৈরে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিলের পর মৌচাক যাত্রী ছাউনির নিচে প্রতিবাদ সভা হয়। সভায় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু বিধান কৃষ্ণ বর্মন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন যুবরাজ, মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মৌচাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ তালুকদার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. আনিসুর রহমান, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ করিম, সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গনী রাজু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিপন মাহমুদ এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান সিকদার।
বক্তারা বলেন, “ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে এই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, যা অসাংবিধানিক। যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, জেল খেটেছেন, তাদের উপেক্ষা করে এই কমিটি আমরা মানি না, মানব না।” তারা দাবি জানান, এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে।
Comments