
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি খালের পাশে ঝোপঝাড় থেকে শমসু মিয়া (৭৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া শমসের মোহাম্মদ পাড়া এলাকার পাশ্ববর্তী বরুমতি খালের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত শমসু মিয়া ওই এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে চার দিন আগে ঘর থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলে তার লাশ খালের পাশে ঝোপের মধ্যে পাওয়া যায়।
লাশ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার দাফন-কাফন কমিটির প্রধান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী ও তার দল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments