Image description

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা জিও ব্যাগ দিয়ে মেরামত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯ জুলাই তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে রাস্তাটি ভেঙে যায়, ফলে এলাকাবাসী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। গত সাত দিন ধরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মেরামত কাজ চলে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মেরামত কাজ শেষ হওয়ার পর রাস্তাটি পরিদর্শন করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, “রাস্তা ভেঙে যাওয়ায় আমরা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের দ্রুত তৎপরতায় রাস্তা মেরামত হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এতে আমাদের ফসলও রক্ষা পাবে।”

স্থানীয় বাসিন্দা আরিফা বেগম বলেন, “বন্যার পানিতে ঘর তলিয়ে গেছে, রাস্তা ভাঙায় বাইরে বের হওয়া যাচ্ছিল না। সেনাবাহিনী রাস্তা মেরামত করায় আমরা খুব খুশি।”

সিংগীমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করায় এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

হাতীবান্ধা ইউএনও শামীম মিঞা বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত করেছে। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ।”