
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় ৪০৫ গ্রাম গাঁজাসহ সিদ্দিক শেক (৭২) নামে এক বৃদ্ধকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। তিনি গজারিয়া গ্রামের এলেম শেকের ছেলে।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গজারিয়া বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই বিলে পানির মধ্যে বাঁশের টং তৈরি করে গাঁজার বেচাকেনা চলছিল। ক্রেতাদের নৌকায় করে ওই স্থানে পৌঁছাতে হতো। অভিযানের সময় সিদ্দিক শেককে ৪০৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, আটক সিদ্দিক শেক মাছের ঘেরে মাছ পাহারার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
Comments