Image description

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘বাকি না দেওয়ায়’ এক হোটেল মালিকের ছেলেকে গুলির ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক নারী।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিত বাজারে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

আহতরা হলেন- ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে ওয়াসিম আকন্দ (১৮) এবং একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা বেগম (৩০)। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকার গোলাপ প্রামানিক (৩৬) দুইজনকে সঙ্গে নিয়ে আবু বক্করের হোটেলে যান। সেখানে চা-সিঙ্গারা খেয়ে দাম না দিয়ে চলে যেতে চাইলে তাদের বাধা দেন ওয়াসিম।

এ সময় বাকি দেওয়া যাবে না বলে ওয়াসিম তাকে জানান। সেইসঙ্গে গোলাপের কাছে আগের বাকি টাকাও চান ওয়াসিম। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাপ তার কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের পায়ে গুলি করেন। তাকে উদ্ধার করতে সেলিনা এগিয়ে গেলে তাকেও গুলি করেন গোলাপ।

তাৎক্ষণিক এলাকাবাসী এগিয়ে গেলে ফাঁকা গুলি ছুড়ে গোলাপ ও তার সঙ্গীরা পালিয়ে যান বলে জানায় পুলিশ।

গোলাপ একই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলছুম স্মৃতির সঙ্গে চলাফেরা করতেন বলে দাবি স্থানীয়দের।

ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।”