কাপাসিয়ায় ভোটার তালিকা চূড়ান্তকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, মৃত ভোটারদের তালিকা কর্তন, এবং সংশোধনী আবেদন নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। সভায় জানানো হয়, যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে, তারা ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য ফরম-১৪ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর, এবং ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফরম-২, ১২, ১৩, ও ১৪ এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে, এবং সংশোধনের সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ দিন ২৬ আগস্ট। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ২৯ আগস্টের মধ্যে চূড়ান্ত সম্পূরক তালিকা প্রস্তুত করে সিএমএস পোর্টালে প্রকাশ করবে। ৩১ আগস্ট সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবহিতকরণ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, মাইকিং, এবং মসজিদে প্রচারের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
Comments