Image description

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি মেডিকেল টিম গঠন করেছে। বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের নির্দেশে মেডিসিন বিভাগের আরপি ডা. শরীফ উদ্দিন রায়হানের নেতৃত্বে এই টিম গঠন করা হয়।

মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন: মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সপ্না বেগম, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. মেহেদী হাসান সৃজন, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. দিলিপ রায়, মেডিসিন ১ নং ইউনিটের আইএমও ডা. মো. আবু নোমান, মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. মো. সালেহ উদ্দীন এবং মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সাজ্জাদ উজ্জামান। হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশে এই দুটি আট সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। টিমকে হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থী ও ছাত্র-জনতার সার্বিক চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অনশনরত শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান, সাফিন মাহমুদসহ অন্যান্যদের হাসপাতালের ওয়ার্ডে নিয়ে চিকিৎসার চেষ্টা করলেও তারা হাসপাতালের মূল গেট ছেড়ে ওয়ার্ডে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ অনশনের স্থানে ফ্যান, ফোম, স্যালাইন স্ট্যান্ড এবং স্যালাইনের ব্যবস্থা করেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, “অনশনরত শিক্ষার্থীদের সুস্থ রাখতে ওয়ার্ডে এনে চিকিৎসা দেওয়া প্রয়োজন। তাদের ওয়ার্ডে আনার সব ধরনের চেষ্টা করা হয়েছে। এমনকি তাদের জন্য দুটি আট সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু তারা হাসপাতালের গেটের সামনে থেকে ওয়ার্ডে আসতে রাজি নন।”