
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার থেকে তারা কক্সবাজারে ছিলেন এবং তাদের আগমনকে ঘিরে বিভিন্ন গুজব তৈরি হয়েছিল, যার মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিও ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও হোটেল কর্তৃপক্ষ এই গুজব অস্বীকার করেছে।
মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে এনসিপির পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন এবং ইনানীর সি-পার্ল বিচ রিসোর্টের (রয়েল টিউলিপ) তিনটি কক্ষে অবস্থান নেন।
বুধবার বেলা দেড়টার দিকে তারা হোটেল সি-পার্ল ত্যাগ করে কলাতলীর শালিক রেস্তোরাঁয় দুপুরের খাবার খান। এরপর তারা সৈকত সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নিয়েছেন। তারা সড়কপথে না আকাশপথে কক্সবাজার ছাড়বেন, তা এখনো নিশ্চিত নয়। একটি সূত্র জানিয়েছে, তারা মহেশখালীর মাতারবাড়িও যেতে পারেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে বিনা নোটিশে কক্সবাজারে যাওয়ায় এনসিপির এই পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
Comments