
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের ১৮ জুন তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের সময়ও তিনি বিভিন্ন বিতর্কিত ঘটনার জন্ম দেন। অনলাইনে রাত ৩টায় ক্লাস নেওয়ার ঘটনা এবং তার অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিল।
Comments