
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে মারা এবং গুলি করে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার প্রসিকিউশনের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ৪ আগস্ট একজন এবং ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন আরও জানায়, লাশ পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল।
মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার হওয়া আটজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আট আসামির মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র থেকে দুজন আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও, প্রসিকিউশন এদিন রাজধানীর রামপুরায় কার্নিসে ঝুলে থাকা আমীর হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছে।
Comments