ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফর নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাপ্রধানের ঘন ঘন এই সফর ভারতের নীতিনির্ধারকদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।
গত জুলাইয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার আসিম মুনির যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
এর আগে জুনে আসিম মুনির যখন ওয়াশিংটন সফর করেন, তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ জানান, যা সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে দেওয়া হয়। একজন সেনাপ্রধানের জন্য এমন সম্মানকে কূটনৈতিক মহলে 'অভূতপূর্ব' হিসেবে দেখা হয়।
সেন্টকম প্রধান জেনারেল কুরিলা সম্প্রতি মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে 'সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অসাধারণ অংশীদার' হিসেবে উল্লেখ করেছেন। এতে স্পষ্ট যে, আফগানিস্তান, চীন-ভারত প্রতিযোগিতা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মতো ইস্যুতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এখনো গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে।
একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে 'আমার বন্ধু' বললেও, এখন ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধে ট্রাম্পের কৃতিত্ব দাবি করা নিয়েও দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ভারতের চিরশত্রু পাকিস্তানের একজন প্রভাবশালী সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর ভারতের নীতিনির্ধারকদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করতে পারে।
সেনাপ্রধানের বিদেশ সফরের মধ্যেই পাকিস্তানে রাজনৈতিক গুজব ছড়িয়ে পড়ে যে, আসিম মুনির রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই গুজবকে 'নিরর্থক' বলে উড়িয়ে দিয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন।
Comments