Image description

শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলার শুনানির জন্য সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের পাঁচ তলায় বিচারকের এজলাসে যাওয়ার জন্য তারা লিফটে উঠতে চাইলে পুলিশ তাদের সিঁড়ি দিয়ে নিয়ে যায়।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে তিন নেতাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। এই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননও তাদের সঙ্গে ছিলেন। পাঁচ তলায় বিচারকের এজলাসে ওঠার সময় ইনু ও পলক লিফটে উঠতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার নির্দেশ দেন।

সিঁড়ি দিয়ে ওঠার সময় ইনু তার হার্টের সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমার হার্টে সমস্যা, সিঁড়ি দিয়ে উঠতে পারব না। তবে পুলিশ তাতে কর্ণপাত করেনি। প্রায় তিন তলা পর্যন্ত ওঠার পর তিনি ও পলক দাঁড়িয়ে বিশ্রাম নেন। পরে আবার হেঁটে পাঁচ তলায় ওঠেন। এ সময় পুলিশের বিশেষ টিম তাদের ঘিরে রাখে।

সকাল ১০টা ২৩ মিনিটে তারা এজলাসে পৌঁছান। এরপর তাদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া খুলে দেওয়া হয়। এসময় পলক তার আইনজীবীর মাধ্যমে পারিবারিক খোঁজখবর নেন। এক পর্যায়ে এক পুলিশ সদস্য তাকে কথা বলতে বারণ করলে পলক ক্ষুব্ধ হন। তবে পরবর্তীতে আইনজীবীর অনুরোধে তিনি শান্ত হন।

সকাল ১০টা ৪০ মিনিটে বিচারক উপস্থিত হন এবং তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত শেষে তিন নেতাকেই সিঁড়ির পরিবর্তে লিফটে করে নিচে নামানো হয় এবং কঠোর নিরাপত্তায় হাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলেও তারা কোনো কথা বলেননি।