Image description

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান দাবি করেছেন, সরকার গণ-অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একতরফা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে।

সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আগামীকাল মঙ্গলবার মাননীয় প্রধান উপদেষ্টা গণ-অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপক্ষীয় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন।” তিনি উল্লেখ করেন, বিএনপি জানিয়েছে, এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে তিনি মন্তব্য করেন, “হয়তো রাতের মধ্যে দাওয়াত দেবে, কারণ সরকার এ নিয়ে কনফিউশনে আছে।”

রাশেদ খান আরো বলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে ‘১/১১-এর পদধ্বনি’ শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে, যা তার কাছে স্পষ্ট তথ্যের ইঙ্গিত দেয়। তিনি বলেন, “ঐকমত্য কমিশনের সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বলেছেন, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন উত্থাপনের সুযোগ করে দিয়েছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিকে জোরালো করতে পারে। অথবা মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী, তৃতীয় পক্ষ ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে, যার ফলে “আরো রক্ত, আরো প্রাণ ঝরবে।”

রাশেদ খানের এই বক্তব্য সরকারের ঘোষণাপত্র প্রকাশের প্রক্রিয়া এবং এর নিরপেক্ষতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।