গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ যেন সঠিকভাবে না হয়, সেজন্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ ৭৮ জন যুবদল নেতাকর্মীর পরিবারকে সম্মাননা, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “আমরা ১৭ বছর ধরে সংগ্রাম করেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে প্রায় আট বছর তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু এখন দেশে আবার অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, যাতে গণতন্ত্রের উত্তরণ সঠিকভাবে না হয়।”
তিনি বলেন, হাসিনা সরকারের অত্যাচার-নির্যাতনের দুঃসময় পার করে বর্তমানে ট্রানজিশন পিরিয়ডে রয়েছে দেশ। “এখন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু সামনে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা। এগুলো ঠিক করেই আমাদের এগিয়ে যেতে হবে।”
বিএনপি মহাসচিব আরো বলেন, “যখনই দেশের অর্থনীতি ধ্বংস হয়, বিএনপি দায়িত্ব নিয়ে তা পুনর্গঠন করেছে। এখনও মনে হচ্ছে, বিএনপিকেই এই দায়িত্ব নিতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা পরস্পরে কাদা ছোড়াছুড়ি না করি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সমৃদ্ধির একটি সুযোগ পেয়েছি। সবাই মিলে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে সফল হই।”
Comments