প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ নিয়ে সামান্তা শারমিনের বিস্ফোরক মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়া এবং সচিবদের সুপারিশের বিষয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন। সম্প্রতি একটি পত্রিকার গোলটেবিল বৈঠকে তিনি এই দাবি তুলে ধরেন।
সামান্তা শারমিন অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানে শহীদ ও অঙ্গহানির শিকার মানুষের আকাঙ্ক্ষাকে বর্তমান অন্তর্বর্তী সরকার ধারণ করছে না। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রতিফলিত হয় না যে, কতজনের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন। বিভিন্ন জায়গায় জোর তদবির করে অনেকে সচিব হয়েছেন। পররাষ্ট্র, অর্থ, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যেসব সচিব রয়েছেন, তারা কার সুপারিশে এসেছেন, তা উন্মুক্ত করা হোক। একইভাবে, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের নিয়োগের পেছনে কার সুপারিশ ছিল, তাও প্রকাশ করা দরকার।”
বাংলাদেশের রাজনীতিতে সন্দেহ ও আশঙ্কার পরিবেশ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি এখনো আমরা স্বচ্ছভাবে কথা বলতে না পারি, তাহলে রাজনীতির এই সংস্কৃতি পরিবর্তন করা সম্ভব হবে না।”
মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সামান্তা শারমিন বলেন, “এখন যদি আমরা আপস করি, তাহলে আবারও একই পরিস্থিতির মুখোমুখি হব। এখনই আইনের কাঠামো পরিবর্তন করে সংস্কার নিশ্চিত করতে হবে।”
Comments