Image description

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী উপদেষ্টার বাবার বিরুদ্ধে খুনিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে।  সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই গুরুতর অভিযোগ করেন নিহতদের পরিবার।

নিহতরা হলেন: রুকসানা আক্তার রুবি, তার ছোট সন্তান জোনাকি আক্তার এবং বড় ছেলে রাসেল।

নিহত রুকসানা আক্তার রুবির মেয়ে রুমা আক্তার লিখিত বক্তব্যে দাবি করেন, এই হত্যাকাণ্ডের শুরু থেকেই উপদেষ্টার বাবা খুনিদের মদদ দিয়ে আসছেন। তার প্রভাব ও সাহসেই শিমুল চেয়ারম্যান ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রুমা আক্তার বলেন, হত্যাকাণ্ডের দিন তার মা, ভাই ও বোনকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার এক দিন আগে একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে তার মা স্থানীয় কয়েকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর ২ জুলাই রাতে শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে একটি গোপন বৈঠক হয়, যেখানে তার মাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে তাদের ছেলেমেয়েরা যাতে বিচার না চাইতে পারে, সে জন্য তাদেরও মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। রুমা অভিযোগ করেন, ওই বৈঠকে উপদেষ্টার বাবার 'পারমিশন আছে' জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন, "বিশটা মামলা হলেও আমি দেখব।"

রুমা আক্তার অবিলম্বে উপদেষ্টার বাবাকে আইনের আওতায় আনা এবং এখনো পলাতক থাকা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।