Image description

যশোরের মণিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ খেলনা পিস্তল ও চাকুসহ চারজনকে আটক করেছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আটককৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মনিরামপুর পৌর শহরে গরুহাট মোড়ে আবাসিক হোটেলের ৪র্থ তলার একটি কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় কক্ষের ভেতর থেকে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) এবং আবু সিনহাকে (৪৫) আটক করে পুলিশ। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
  
তবে অভিযানের সময় হোটেল মালিক ফয়সাল হুমায়ুন পালিয়ে যান। তিনি আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে এবং মাদক ব্যাবসায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
 
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হুমায়ুন ফয়সাল ও আটক চার জনের বিরুদ্ধে মামলা করেছে।