
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন হওয়ার পর গোপনীয়তা চুক্তিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই এই গোপনীয়তা চুক্তি প্রকাশ করা হবে এবং শিগগিরই একটি যৌথ বিবৃতি আসবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি ব্যাখ্যা করেন যে, আন্তর্জাতিক চুক্তি আলোচনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা 'নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট' (NDA) নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য হলো চূড়ান্ত চুক্তি হওয়ার আগে প্রতিবেশী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রোধ করা।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এই গোপনীয়তার আড়ালে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় নেই। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে যাওয়া হবে না বলেও তিনি জোর দিয়ে বলেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আলোচনার কিছু তথ্য আগেই ফাঁস হয়ে গেছে, তবে তাতে দেশের স্বার্থবিরোধী কিছু ছিল না। সব দ্বিমত আলোচনা করেই সমাধান করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বাংলাদেশের পণ্যের ওপর শুল্কের হার ২০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ২৫টি বোয়িং উড়োজাহাজ এবং কিছুটা বেশি দামে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
উপদেষ্টা জানান, চুক্তি স্বাক্ষরের পরই সব তথ্য স্বচ্ছতার সঙ্গে জাতির সামনে তুলে ধরা হবে।
Comments