Image description

জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচি’ উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশ শেষে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়েছে। শুক্রবার রাতে আজিমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনের সড়কে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ও তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা।

মোস্তফা জামানের নেতৃত্বে শুরু হওয়া এই কার্যক্রমে নেতাকর্মীরা দ্রুত সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের সহায়তায় মঞ্চ সরিয়ে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অল্প সময়ের মধ্যে সড়ক পুরোপুরি পরিচ্ছন্ন হয়ে যায়।

শুক্রবার দুপুর তিনটায় আয়োজিত এই সমাবেশে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোস্তফা জামান।

মোস্তফা জামান বলেন, “আমরা জনদুর্ভোগ চাই না। তাই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সড়ক পরিষ্কার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সমাবেশে আগত অনেকে খাবারের খোসা, ব্যানার, ফেস্টুন ইত্যাদি সড়কে ফেলে দিয়েছিলেন। আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় নেতাকর্মীদের নিয়ে সড়ক পরিচ্ছন্ন করেছি। আমি নিজেও এই কাজে অংশ নিয়েছি। এখন সড়কে কোনো বর্জ্য নেই, এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।”

তিনি আরও বলেন, “সময়ের সাথে রাজনীতির ধারাও পরিবর্তন করতে হবে। মানুষ এখন অনেক সচেতন। তাই আমাদেরও সতর্ক থাকতে হবে, যেন আমাদের কারণে কেউ কষ্ট না পায়।”