Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জে  শাহেদা আক্তার পপি (২৪) নামের এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই ) সকাল ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মক্কানগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পপির স্বামী শফিউল্লাহ শিপন পলাতক রয়েছেন। তবে স্থানীয় জনতা পপির শ্বশুর আব্দুল হাসেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত পপি ওই এলাকার ইলিয়াস সুকানির বাড়ির প্রবাসী সামছুদ্দিন কাজলের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পপির স্বামী শফিউল্লাহ শিপন এবং তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পপিকে নির্যাতনের অভিযোগ ছিল। এ নিয়ে আগেও একাধিকবার পারিবারিক ও সামাজিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পপি দুই সন্তানকে নিয়ে সংসার চালিয়ে যেতে চাইলেও নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে তার পরিবার দাবি করেছে।

পপির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পপিকে হাত-পা বেঁধে কিল-ঘুষি ও লাথি মেরে নির্মমভাবে নির্যাতন করা হয়। এরপর গলাটিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার পর পপির স্বামী শফিউল্লাহ শিপনসহ পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজীম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।