Image description

বিভিন্ন দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিমব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

শুনানির সময় নজরুল ইসলাম মজুমদার কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কাছে কথা বলার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি বলেন, "আমি সব টাকাই শোধ করে দিবো। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমি পালিয়ে যাব না।"

তিনি আদালতকে আরও জানান, ১৯৯০ সালে ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে বর্তমানে ৩০ হাজার কোটি টাকার ব্যবসায় পরিণত করেছেন। তার প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ মানুষ জড়িত, যাদের মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, কারাগারে থাকলে এই কর্মচারীরা কাজ হারাবেন এবং তার ব্যবসা পরিচালনার মতো কেউ নেই। তার দুই ছেলে লন্ডনে পরিবারের সঙ্গে থাকেন বলেও জানান তিনি।

নজরুল ইসলাম মজুমদার বলেন, "আমার কোম্পানিতে ৮০ থেকে ৯০টি ট্রাক ছিল, এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের যে অভিযোগ, তার বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। আমার পেছনে অনেক কর্মচারীরা আছেন, তারা এসব কাজ করতে পারেন। আমাকে জামিন দেন।"

নজরুল ইসলামের বক্তব্য শোনার পর বিচারক তাকে বলেন, "জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন। জামিন পাবেন।" এরপর আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলাটি দায়ের করে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি করেন। গত বছরের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।