
নাটোরের লালপুর উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান।
নিহত মো. সোহাগ হোসেন সুইট (২১) ওই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
ওসি মমিনুজ্জামান বলেন, শনিবার রাত থেকে সুইটকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর বিকালে এক কৃষক পাটক্ষেতের পাশে স্যান্ডেল পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে সুইটের বাবা রহিম ঘটনাস্থলে গিয়ে অন্য একটি পাটক্ষেতে গিয়ে সন্তানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি বলেন, “নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। লাশটা দুই দিন আগের। তবে পচেনি কিন্তু গন্ধ হচ্ছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
Comments