Image description

গাজীপুরের শ্রীপুরে উল্টো পথে মোটরসাইকেল করে দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সময় আরোহী দুই মেয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের নয়নপুর অটো স্পিনিং মিলসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মাসুদ রানা (৩৫)। তিনি গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বোরহান উদ্দীনের ছেলে। এ ঘটনায় পুলিশ চালকসহ কাভার্ডভ্যান আটক করেছে। এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত তার দুই মেয়ের মাহি আক্তার (১২) ও মুনিয়া আক্তার (১০)। তারা দুজনেই মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট একাডেমির শিক্ষার্থী। বড় মেয়ে মাহি আক্তার ষষ্ঠ শ্রেণিতে পড়ে অপরদিকে ছোট মেয়ে মুনিয়া আক্তার ওই স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে ও মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে স্কুলে দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বাবার সঙ্গে দুই মেয়ে মোটরসাইকেলে করে রওয়ানা করেছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান দুর্ঘটনায় একজন মারা গেছেন। দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও এর চালককে পুলিশি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।