Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। 

এই দুর্ঘটনার পরে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় দেড়শ’র বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।  মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। এদিকে অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় তিনি স্তম্ভিত।

পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।’