Image description

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন ওই ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জনাব মন্ডলের ছেলে যদু মিয়া (৩৫)। তাঁরা দুজনই নির্মাণশ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার একটি মসজিদে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ব্যবহারের বাইরে পড়ে থাকার পর আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোশারফ ও যদু ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন। বিষয়টি অন্য শ্রমিকেরা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. রহিজ উদ্দিন জানান, ট্যাংকের ভেতরে শাটার (কাঠের পাটাতন) ও বাঁশ খুলতে প্রথমে একজন ওই ট্যাংকের ভেতর নামেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরও একজন নামেন, তখন তারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। অন্য শ্রমিকেরা তখন তাদের দুজনকে উদ্ধারের চেষ্টা করলেও পারেননি।

রহিজ উদ্দিন বলেন, "আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে তাদের দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।" ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।