সোনা চোরাচালানে জড়িত কেবিন ক্রুরা, লঘু শাস্তিতে রেহাই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা আকাশপথে সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছেন। বিমানবন্দরে বারবার সোনাসহ ধরা পড়লেও লঘু শাস্তির মাধ্যমে পুনরায় চাকরিতে ফিরছেন তারা, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।