
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আমরা সরকার ও সংস্কার কমিশনকে বলতে চাই, এই আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখছি না। তাদের বিচার শুরু করেন। সংস্কার করেন, তারপর নির্বাচনের পরিবেশ তৈরি করেন। সংস্কার ছাড়া নির্বাচন ইসলামী আন্দোলন চায় না।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি করতে পারেনি। এখনও কোনও সংস্কার করতে পারেনি। পরিপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন। আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতো তাদের জায়গা বিএনপি নেতারা দখল করেছে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের যে বেতন, বর্তমান বাজারমূল্যে তা চলে না। তাদের সন্তানরা স্কুল, মাদ্রাসায় যেতে পারে না, চিকিৎসা পায় না, তাদের চিকিৎসা ভাতা অবসর ভাতা দেওয়া হয় না। বর্তমানে একদল মালিক আছে যারা কোটি কোটি টাকার মালিক, ছেলে-মেয়েদের বিদেশে পড়ায়, কিন্তু শ্রমিকের ন্যায্য টাকা দিতে পারে না।’
Comments