Image description

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (২৪) এবং একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক মিয়া (২৩)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত মিয়া (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ মিয়া (২৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিহত ও আহত চারজন একই মোটরসাইকেলে করে ঢোলভাঙ্গা বাজার থেকে পলাশবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে তারা ঢোলভাঙ্গা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শ্রাবণ ও কৌশিকের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পলাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার জন্য পুলিশি অভিযান চলছে।