
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা সভা, শপথপাঠ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি পালিত হয়। মানবকণ্ঠের প্রতিনিধিরা সারাদেশ থেকে এই উৎসবমুখর আয়োজনের খবর পাঠিয়েছেন।
লালপুর, নাটোর
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করতে হবে।” বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল বাকি এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা মোস্তাফিজুর রহমান।
ছাতক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, শপথপাঠ, সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মাহাবুব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “যুবরাই দেশের প্রধান শক্তি। তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন আহমদ এবং ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন। উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অজিত কুমার দাশসহ অনেকে। এর আগে বৃক্ষরোপণ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ, র্যালি ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে যুবরা কর্মসংস্থান সৃষ্টি করে জীবনের মানোন্নয়ন করছে।” ২ জন যুবকের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জনের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
মাদারগঞ্জ, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, “প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। তারাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।” উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ফুলবাড়ী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, “যুব সমাজের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম এবং উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান। সফল উদ্যোক্তা ও যুব সংগঠনের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
মানিকছড়ি, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মানিকছড়িতে র্যালি, শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি তাহমিনা আফরোজ বলেন, “যুব সমাজকে প্রযুক্তি ও উদ্যোগী মনোভাবের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে হবে।” ১২ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তার মাঝে সনদপত্র এবং ১০ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শপথপাঠ, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান ও প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যুব সমাজের অবদান প্রমাণ করে তারা দেশের প্রধান শক্তি। তাদের মানবসম্পদে রূপান্তর করতে হবে।” জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইন্দুরকানী, পিরোজপুর
পিরোজপুরের ইন্দুরকানীতে র্যালি, শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে প্রশিক্ষণ ও উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে হবে।” উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন প্রমুখ।
কাপ্তাই, রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে র্যালি, শপথপাঠ, আলোচনা সভা ও ঋণ বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বলেন, “যুব সমাজের অদম্য শক্তি সুন্দর বাংলাদেশ গড়তে পারে।” ৩ জন যুব ও ২ জন যুবতীর মাঝে ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
উজিরপুর, বরিশাল
বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস-এর সহযোগিতায় আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, “যুবরা দেশের সম্পদ। প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।”
বাগাতিপাড়া, নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, “যুবদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীল করা সম্ভব।” ২০ জনের মাঝে ২১ লাখ ৬০ হাজার টাকার চেক ও ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা, শপথপাঠ, সনদপত্র, ঋণের চেক ও গাছের চারা বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, “যুবরা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমানের উন্নয়নের চালিকাশক্তি।” ৬ জনকে ঋণের চেক ও ৬০ জনকে সনদপত্র প্রদান করা হয়।
সদরপুর, ফরিদপুর
ফরিদপুরের সদরপুরে র্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “যুব সমাজকে প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার করতে হবে।” ২৯ জন উদ্যোক্তার মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আটঘরিয়া, পাবনা
পাবনার আটঘরিয়ায় র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, “আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে প্রশিক্ষণ ও ঋণের সুযোগ কাজে লাগাতে হবে।” ১২ জনকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
কালিয়াকৈর, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ বলেন, “যুব শক্তি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।” ২১ লাখ ৪০ হাজার টাকার ঋণ, সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
নান্দাইল, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে র্যালি, শপথপাঠ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “যুব সমাজকে দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”
ধামরাই, ঢাকা
ঢাকার ধামরাইয়ে র্যালি, আলোচনা সভা, ঋণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, “যুব শক্তির সঠিক ব্যবহার দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।”
নীলফামারী
নীলফামারীতে র্যালি, যুব সমাবেশ, সনদপত্র ও ঋণ বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের প্রধান অতিথিত্বে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে ৬০ জনকে সনদপত্র এবং ১১৯ জনকে ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক বলেন, “প্রযুক্তিনির্ভর যুবশক্তি দেশের অগ্রগতির চাবিকাঠি।”
মাদারীপুর
মাদারীপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুপুরে সনাক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার সামনের সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ জন অংশগ্রহণকারী, যার মধ্যে ২২ জন নারী, সনাক, ইয়েস, এসিজি সদস্য, স্কাউটস, শিক্ষক-শিক্ষার্থী, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, “দেশের প্রতিটি পরিবর্তনে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। তাদের সংগঠিত করে আইনগত অধিকার, কর্মসংস্থান ও রাষ্ট্র-সমাজ ব্যবস্থায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” বক্তারা দুর্নীতি বিরোধী আন্দোলনে যুব সমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, “যুববান্ধব রাষ্ট্র ব্যবস্থাই টেকসই বাংলাদেশের ভিত্তি।”
পুঠিয়া, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর। তিনি বলেন, “যুব সমাজ ছোট ছোট খামারের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, যা ভবিষ্যতে অন্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে ১০ জন যুবক ও যুব নারীর মাঝে ৮ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক এবং ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ২০ জনকে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যতিক্রম সামাজিক সংগঠনের পরিচালক সাজ্জাদ হোসেন।
১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
Comments