
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯ লাখ ৩১ হাজারেরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১২ আগস্ট) ইসির একটি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার কার্যবিবরণী অনুযায়ী, এবারের নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮টি, যেখানে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। এই ভোটগ্রহণ প্রক্রিয়ার জন্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন কর্মকর্তার প্রয়োজন হলেও, আগের নির্বাচনগুলোর মতো এবারও ১০ শতাংশ অতিরিক্ত কর্মকর্তাকে প্যানেলে রাখা হবে এবং প্রশিক্ষণের আওতায় আনা হবে।
ইসি জানিয়েছে, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের পর মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। তাই এই বিশাল সংখ্যক ভোটারের জন্য একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে ইসি এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে।
Comments