Image description

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ১১ আগস্ট ২০২৫ (সোমবার) বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপ অপসারণ, জরিমানা আরোপ এবং একটি রেস্টুরেন্ট সিল করা হয়েছে।

সোনারগাঁওয়ে অভিযান
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মিরেরটেক, হাতুরাপাড়া ও নয়াপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকায় ৯০০টি অবৈধ আবাসিক বার্নার ও ১টি অবৈধ চুন ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপসারণ করা হয় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপ। প্লাস্টিক পাইপ বিনষ্ট ও উৎস পয়েন্টে কিলিং/ক্যাপিং করা হয়।

মুন্সিগঞ্জে জরিমানা ও সিল
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটের চর, বালুয়াকান্দি এলাকায় অভিযানে ২টি চুন কারখানার (৮টি ভাট্টি) ও ১টি চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চায়ের দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি রেস্টুরেন্টের মালিক অনুপস্থিত থাকায় সেটি সিল করা হয়। অপসারণ করা হয় ২ ইঞ্চি ব্যাসের ২০ ফুট এমএস পাইপ ও ৫টি স্টার বার্নার। চুন কারখানার মালিকদের বিরুদ্ধে গজারিয়া থানায় এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভাঙা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে দৈনিক ১৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

গুলশান ও বনানীতে অভিযান
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গুলশান ও বনানী বিক্রয় শাখার কড়াইল বস্তি এলাকায় ৬টি স্পটে অভিযানে ১ হাজার ৫০টি অবৈধ আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৫৬০ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়। ভালুকায় বিশেষ অভিযানে বকেয়ার জন্য ২টি এবং অবৈধ/অননুমোদিত ব্যবহারের জন্য ৬টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬৭ হাজার ৩২০ টাকা বকেয়া আদায় করা হয়।

কাশিমপুরে অভিযান
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে গাজীপুরের সুরাবাড়ি, কাশিমপুর ও দেওয়ান মার্কেটে ৩টি স্পটে অভিযানে ১৬০টি বাড়ির ৪২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপসারণ করা হয় ৩/৪ ইঞ্চি ব্যাসের ২১০ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ২৫০ ফুট, প্লাস্টিক থ্রেড পাইপ ১৫০ ফুট এবং ১২টি অবৈধ রেগুলেটর।

সামগ্রিক ফলাফল
তিতাস গ্যাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত ২৯৬টি শিল্প, ৩২৫টি বাণিজ্যিক ও ৬৩ হাজার ৯৬৫টি আবাসিকসহ মোট ৬৪ হাজার ৫৮৬টি অবৈধ গ্যাস সংযোগ এবং ১ লাখ ২২ হাজার ৯৯৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ২৪১ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।