
বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি তার 'মিস ইউনিভার্স' ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার 'আর্য়া' সিরিজের প্রচারণার সময় মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত 'মিস ইন্ডিয়া ইউনিভার্স' ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সময় তাকে তৎকালীন মিস ইউনিভার্সের মালিক ডোনাল্ড ট্রাম্পের সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সুস্মিতা বলেন যে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন যখন তাকে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব দেয়, তখন এটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। তবে তিনি স্বীকার করেন যে, ফ্র্যাঞ্চাইজির জন্য যে চুক্তিটি তাকে স্বাক্ষর করতে হয়েছিল, তা ছিল খুবই কঠিন। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এটির মালিক ছিলেন, তাই বিষয়টি তার কাছে মোটেও আনন্দদায়ক ছিল না।
তিনি আরও জানান, সৌভাগ্যবশত তার সরাসরি বস ছিল প্যারামাউন্ট কমিউনিকেশনস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন, কারণ তারাই তখন মিস ইউনিভার্সের মালিক ছিল। সুস্মিতা বলেন, তিনি এক বছরের জন্য মিস ইউনিভার্সে কাজ করেছিলেন, এবং সেই সময়ে ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে সুস্মিতা বলেন, ফ্র্যাঞ্চাইজি তার সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের কয়েকবার দেখা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি মন্তব্য করেন যে, কিছু মানুষ আছেন যারা তাদের সাফল্য বা ক্ষমতার জন্য নয়, বরং তাদের ব্যক্তিত্বের কারণে প্রভাব ফেলেন। তবে ট্রাম্পকে তিনি সেই ধরনের মানুষের তালিকায় রাখেন না, কারণ তার সেই ধরনের ব্যক্তিত্ব নেই।
উল্লেখ্য, সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন। এরপর তিনি 'ম্যায় হুঁ না', 'বেওয়াফা' এবং 'ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া' সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
Comments